মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতায় ৫ সমঝোতা স্মারক ও ৩ নোট বিনিময়

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২২৮

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এসব চুক্তি ও নোট বিনিময় সম্পন্ন হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

নোট বিনিময়সমূহ
১. উচ্চশিক্ষা খাতে সহযোগিতা – মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিনিময় করেন।

২. কূটনীতিকদের প্রশিক্ষণ – একই দুই কর্মকর্তা নোট বিনিময় করেন।

৩. হালাল ইকোসিস্টেমে সহযোগিতা – মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিময় করেন।

সমঝোতা স্মারকসমূহ
১. প্রতিরক্ষা সহযোগিতা – মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।

২. এলএনজি ও জ্বালানি খাত – মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মো. ফওজুল কবির খান স্বাক্ষর করেন।

৩. কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা – ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়া ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে স্বাক্ষর হয়।

৪. প্রযুক্তি সহযোগিতা – মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে চুক্তি হয়।

৫. বাণিজ্য ও শিল্প সহযোগিতা – মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের এফবিসিসিআইর মধ্যে চুক্তি হয়।

এর আগে সকাল ৯টায় ড. মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন। পরে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর