বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

সাতকানিয়ার কেরানীহাটে তিন রেস্টুরেন্টে ৬০ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৪৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি রেস্টুরেন্টে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আল-আকসা রেস্টুরেন্ট, মেহফিল রেস্টুরেন্ট ও আল ঈশান রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে এসব রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন, পঁচা ও বাসি খাবার সংরক্ষণ, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের মতো অনিয়ম পাওয়া যায়।

এছাড়া কেরানীহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়। এ সময় মাছ, মাংস ও ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

অভিযানে সাতকানিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর