মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে জাতীয় পতাকা হাতে বিজয় র‍্যালি, নেতৃত্বে এড. এম আর মঞ্জু

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩১৭

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় রেল শ্রমিকদলের উদ্যোগে জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে রেলওয়ে কারখানা প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ও সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল হক, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মারুফ হোসেন এবং সামসুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেন, মফিজুর রহমান, জিয়াউর রহমান, এস কে মুজিব, মোঃ মেহেদি এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার সকল কমিটির সভাপতি-সম্পাদকসহ কয়েক শতাধিক নেতা-কর্মী।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিজয় র‍্যালি ডিপো স্টোর, পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়, পাহাড়তলী লোকোসেড, সিসিএস স্টোরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এর আগে চট্টগ্রাম বিভাগীয় বিভিন্ন শাখা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে সমবেত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর