মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

চন্দনাইশে অসহায় পরিবারের শিশু ও আহতকে সহায়তা দিল ‘আমরা বিএনপি পরিবার’

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের দুই শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা, একটি পরিবারকে অটোরিকশা এবং গণঅভ্যুত্থানে আহত একজনকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় এ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

অনুষ্ঠানে চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়। পাশাপাশি, হার্টে ছিদ্র নিয়ে জন্মানো তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থানে আহত আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর