মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

চন্দনাইশে কলাবাগান পরিচর্যার সময় অর্ধগলিত মরদেহ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৭৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়া এলাকায় বরুমতি খালের পাড় থেকে সমশু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) বিকেলে চন্দনাইশ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাইর মোহাম্মদ পাড়া এলাকার বরুমতি খালের পাশে কলাবাগান পরিচর্যা করতে যান স্থানীয় বাসিন্দা রুজিনা আক্তার। বাগান পরিচর্যার এক পর্যায়ে পচা দুর্গন্ধ পেয়ে পাশের ঝোপে মরদেহ দেখতে পান তিনি। পরে চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় উদ্ধার কাজে সহযোগিতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি চন্দনাইশ শাখার দাফন-কাফন কমিটির প্রধান মাওলানা সোলাইমান ফারুকী ও তার টিম।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, মৃতের পরিবারের দাবি অনুযায়ী, সমশু মিয়া ৪ দিন আগে দুপুরে খাওয়া শেষে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। বিকেলে বাড়ির পার্শ্ববর্তী খালের পাড়ে তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সমশু মিয়া ওই এলাকার মৃত আফজল মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর