
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (১৩ আগস্ট) ভোরে কোলাগাঁও ইউনিয়নের মোহাম্মদ নগরে অভিযান চালিয়ে বাবুল হক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বসতঘর থেকে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে পটিয়া থানা পুলিশ ও পটিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ধলঘাট ইউনিয়নের রুপনাগাছা এলাকায় এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাইমদ উদ্ধার হয়।
এ ছাড়া থানার পৃথক অভিযানে ভাটিখাইন ইউনিয়নের বাবুল দে ও পটিয়া পৌরসভার মো. কামাল উদ্দিন নামের দুই জন জিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মাদক ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পটিয়ায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও মানুষের জান-মাল রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।