
চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত সয়াবিন তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কর্ণফুলী থানার ৯ নম্বর ঘাটের ডাংগারচর সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ১ হাজার লিটার চোরাইকৃত সয়াবিন তেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।
অভিযানে বোট ও উদ্ধারকৃত তেল জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি আরও বলেন, “চোরাচালান রোধে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”