মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর-ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংকে পাঠানো চিঠিতে এ তথ্য চাওয়া হয় বলে নিশ্চিত করেছেন বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

তলবকৃতদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। তাদের ব্যাংক হিসাবের লেনদেন, খোলার ফরমসহ যাবতীয় নথি চেয়েছে বিএফআইইউ।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নর, ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও পলিসি অ্যাডভাইজরের পদত্যাগ দাবি করে বিক্ষোভে নামেন। এর জেরে কেন্দ্রীয় ব্যাংকে অস্থিরতা দেখা দিলে গভর্নর পদ ছাড়েন আব্দুর রউফ তালুকদার। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব থাকা অবস্থায় ২০২২ সালের জুলাইয়ে তিনি চার বছরের জন্য গভর্নরের দায়িত্ব নেন।

আতিউর রহমান ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত গভর্নরের দায়িত্বে ছিলেন। তার আমলেই ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে, যা এক মাস পর ফিলিপাইনের গণমাধ্যমে প্রকাশের পর বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ফজলে কবির ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন।

ডেপুটি গভর্নরদের মধ্যে রয়েছেন বর্তমানে দুর্নীতির মামলায় কারাগারে থাকা এস কে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। সরকার পতনের পর আন্দোলনের মুখে তারা পদত্যাগ করেছিলেন।

এ তালিকায় আরও রয়েছেন সাবেক বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস ও আবু হেনা মো. রাজী হাসান। মাসুদ বিশ্বাস বর্তমানে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন।

বিএফআইইউর এই পদক্ষেপকে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক অস্থিরতা ও দুর্নীতি তদন্তের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর