মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উত্তর সাতকানিয়ায় রাজনৈতিক ও সামাজিক মিলনমেলা

রনি কান্তি দেব
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৯

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে কালিয়াইশ ইউনিয়নের মিয়া খলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

সভা সঞ্চালনা করেন কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম বাবলু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়ার বিএনপি নেতা মো. মমতাজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, মো. আবু সয়েদ, আলমগীর সাকিব, ইব্রাহিম, আনোয়ার হোসেন, ফজলুল কবির রুবেল, ওবায়দুল আরাফাত, শ্রমিক দল নেতা নাজমুল হাসান ফোরকান, আকতার হোসেন, ছাত্রদল নেতা হাসিফ, মো. আতিকুর রহমান, আরমান হোসেন আবির, মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং শেষে কে এম মামুনুর রশিদের পরিচালনায় খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ আয়োজনকে স্থানীয় নেতৃবৃন্দ দেশনেত্রীর জন্মদিনে সংগঠনের ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে উদ্দীপনার প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর