
গণতন্ত্রের অগ্রদূত, দেশমাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাদ জুমা নগরীর দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে এ মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল আলম, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীনসহ মহানগর বিএনপির সিনিয়র নেতারা। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতার পর জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।
তাঁরা আরও উল্লেখ করেন, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশনেত্রীকে দীর্ঘদিন কারাবরণ ও অবিচারের শিকার হতে হয়েছে। অসুস্থতা ও প্রতিকূলতার মধ্যেও তাঁর অদম্য মনোবল লক্ষ কর্মী-সমর্থকের অনুপ্রেরণা হয়ে আছে।
মাহফিল শেষে তাঁর সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করা হয়।