মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

পাথরঘাটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১৭

বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. সালাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপি নেতা এডভোকেট আব্দুল করিম, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বশর, যুগ্ম আহ্বায়ক মো. শাহেদ, আবু মো. জাহেদ, মো. জসিম উদ্দিন, মো. শাহ আলম, সদস্য মো. জাহেদ হোসেন, আবু মোহাম্মদ ফিরোজ, শফিকুল খান, মো. দিদার, আসিফ ইকবাল জনি, মো. আরজু, মো. খোরশেদ, মো. বশির, কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না প্রমুখ।

এছাড়া পাথরঘাটা বি-ইউনিট বিএনপির সভাপতি মো. ইউনুছ মিয়া, সহ-সভাপতি মো. ইউনুস হাওলাদার, মো. ফারুক হোসেন, মো. ইদ্রিস হোসেন, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা এবং দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর