মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

পাথরঘাটা বি-ইউনিট বিএনপির সম্মেলনে ১১ সদস্যের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৭৪

পাথরঘাটা ওয়ার্ড বি-ইউনিট বিএনপির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার পাথরঘাটা ব্রিকফিল্ড দক্ষিণ পাশ এলাকা, হরিশচন্দ্র মুন্সেফ লেইন, সিএন্ডবি কলোনী, আশরাফ আলী রোড, শামসুল হুদা লেইন, ওমর আলী মার্কেট ও শুটকিপাট্টি কলাবাগিচা এলাকায় আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পাথরঘাটা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম এবং সঞ্চালনা করেন সদস্য মো. জাহেদ হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা বিএনপির আহ্বায়ক মো. হাসান। তিনি বলেন, “ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রতিটি এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া ও ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনার নীতিমালা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সালাহউদ্দিন। তিনি স্ব-স্ব এলাকায় কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের ঘোষিত যেকোনো কর্মসূচিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাথরঘাটা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মো. জাহেদ, সদস্য মো. শফিকুল খান, আসিফ ইকবাল জনি, শহীদুল ইসলাম আরজু, মো. দিদার এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নাবিল প্রমুখ।

ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি:
সভাপতি – মোহাম্মদ ইউনুস মিয়া
সহ-সভাপতি – মোহাম্মদ ইউনুস হাওলাদার
সহ-সভাপতি – মোহাম্মদ আকতার হোসেন
সাধারণ সম্পাদক – মোহাম্মদ মুছা
যুগ্ম সম্পাদক – মোহাম্মদ সালাউদ্দিন মান্নান
যুগ্ম সম্পাদক – জাহাঙ্গীর আলম মিয়া
সাংগঠনিক সম্পাদক – মোহাম্মদ শহীদ
দপ্তর সম্পাদক – মোহাম্মদ ইমরান
প্রচার সম্পাদক – মোহাম্মদ আরিফ
সদস্য – শেখ আহমদ
সদস্য – মো. বক্কর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর