বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

সীতাকুণ্ড প্রতিনিধি
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৮

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সকল স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এফডব্লিউএ এবং এফআইরা অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমাতুজ জোহরা।

রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন ডা. ফখরুল আমিন এবং ডা. ত্বনয় মজুমদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও দক্ষ জনবল ব্যবস্থাপনার মাধ্যমে এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে উপজেলাবাসী সর্বোচ্চ উপকার পায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর