মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রামে এনবিআরের শুদ্ধি অভিযান : একসঙ্গে অর্ধশত কর্মকর্তার বদলি

জাহাঙ্গীর আলম
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৪

দেশের রাজস্ব আহরণের প্রধান কেন্দ্র চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাপক শুদ্ধি অভিযান। এর অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউস, কাস্টমস-ভ্যাট (আপিল) কমিশনারেট ও কাস্টমস-ভ্যাট ট্রেনিং একাডেমিতে কর্মরত প্রায় অর্ধশত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতেই হঠাৎ করে এই নির্দেশনা কার্যকর হয়।

দুর্নীতি ও হয়রানির অভিযোগের পর অভিযান

সর্বশেষ অর্থবছরে চট্টগ্রামের এই দুটি রাজস্ব প্রতিষ্ঠান প্রায় ৮০ হাজার কোটি টাকা আদায়ের রেকর্ড গড়েছিল। তবে দীর্ঘদিন ধরে ঘুষ লেনদেন ও সেবাপ্রত্যাশীদের হয়রানির অভিযোগে এই সংস্থাগুলো সমালোচনার মুখে ছিল। গত এক বছরে এক ডজনের বেশি কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এবার প্রায় অর্ধশত কর্মকর্তার গণবদলি সেই ধারাবাহিক অভিযানেরই অংশ।

কোন কর্মকর্তারা বদলি হলেন

প্রজ্ঞাপন অনুযায়ী—

উপ-কমিশনার পদে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে খুলনা, ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন কাস্টমস-ভ্যাট দপ্তরে একাধিক কর্মকর্তা বদলি হয়েছেন। এর মধ্যে আছেন ইমাম গাজ্জালী, মো. সাইদুল ইসলাম, মো. কাউছার আলম, মমিনুল ইসলাম, কাজী রায়হানুজ্জামান, মো. জাকারিয়া, অনুরূপা দেব, মো. বিল্লাল হোসেন ও উম্মে নাহিদা আকতার।

একই সাথে দেশের অন্যান্য রাজস্ব দপ্তর থেকে মো. মশিয়ার রহমান মন্ডল, সাইদুল আলম, প্রভাত কুমার সিংহ, মোছা. আয়শা সিদ্দিকা, হাবীবুর রহমানসহ আরও বেশ কয়েকজন চট্টগ্রামে পদায়িত হয়েছেন।

সহকারী কমিশনার পদে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বদলি হয়েছেন মো. সাকিব হোসেন, মো. রাজিব হোসেন, মো. মেহেদী হাসান, মো. আইয়ুব, ইসলামুল হক, প্রদীপ দাস, সৌরভ দত্ত বিজয়, মুক্তা চৌধুরী, মো. ওয়াহিদুল হক সিউল, আফরিন জাহান নাওমীনসহ অনেক কর্মকর্তা।

এর পাশাপাশি ঢাকার বন্ড কমিশনারেট, গোয়েন্দা অধিদপ্তর, কুমিল্লা, খুলনা, রংপুর ও যশোরসহ বিভিন্ন কাস্টমস-ভ্যাট অফিস থেকে একদল সহকারী কমিশনারকে চট্টগ্রামে আনা হয়েছে।

বদলি কার্যকর হওয়ার সময়সীমা

উপ-কমিশনাররা আগামী ১৪ আগস্ট দুপুর থেকে এবং সহকারী কমিশনাররা ২১ আগস্ট দুপুর থেকে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। সকল কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের পর অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একযোগে বৃহৎ পদক্ষেপ

রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এত বিপুলসংখ্যক কর্মকর্তা একযোগে বদলির ঘটনা এর আগে ঘটেনি। বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র চট্টগ্রামে দুর্নীতি নিয়ন্ত্রণ ও সেবা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই গণবদলি নিয়ে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে রাজস্ব আহরণে স্বচ্ছতা ফেরানোর উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন অভ্যস্ত কর্মকর্তাদের হঠাৎ বদলিতে রাজস্ব আহরণের গতি ব্যাহত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর