বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

বাঁশখালীতে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মোবাইল ফটোগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণ

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৯

বাঁশখালী স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন (BSWF) আয়োজিত “মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) বাঁশখালী পৌরসভার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, “সাধারণত যে সুযোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফটোগ্রাফার সোসাইটির মাধ্যমে পাওয়া যায়, সেই স্বাদ এবার বাঁশখালী স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছে। এমন ইউনিক কনটেস্টের আয়োজন সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও জানান, জুলাই গণহত্যার বিচারে মোবাইল ফোনে ধারণ করা বহু ছবি বিচারকার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ফটোগ্রাফির বাস্তব প্রয়োগের দিকও তুলে ধরে।

এবারের কনটেস্টে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হওয়া মেধাবী শিক্ষার্থীদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানান অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট জাকের উল্লাহ। সঞ্চালনা করেন কার্যকরী পরিষদ সদস্য, রুয়েটের শিক্ষার্থী মাঈন উদ্দীন।

প্রোগ্রামে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক হামেদ হাসান ইলাহী, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য ভূমি কর্মকর্তা মিজানুল কবির, কাশেম সিকদার, আনিসুর রায়হান, সাইফুল আজম ও মুবিনুল হক।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবরার হাসান রিয়াদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর