মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

সাতকানিয়ায় রোপা আমন চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৯

বর্ষার ভরা মৌসুম, চারদিকে কেবলই সবুজ ধানের চারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতকানিয়ার মাঠে চলছে কৃষকদের প্রাণচাঞ্চল্য। কেউ চারা রোপণ করছেন, কেউ জমিতে পানি ধরে রাখছেন, আবার কেউ আগাছা পরিষ্কার করে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় কৃষক নুরুল আলমের সাথে কথা বললে তিনি জানান—
“এবার বৃষ্টিটা ঠিক সময়ে হয়েছে। আমাদের আলাদা করে সেচ দিতে হয়নি, ফলে খরচও কম হয়েছে। আশা করছি আগের বছরের তুলনায় ফলন ভালো হবে।”

শুধু নুরুল আলম নন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরাও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের মতে, পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবার ধান রোপণে কোনো সমস্যাই হয়নি।

কৃষি দপ্তরের তথ্য

উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান জানান, চলতি মৌসুমে ১১ হাজার ৮৮৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১১ হাজার ৭৭৫ হেক্টর। ইতোমধ্যেই প্রায় ৯০ ভাগ জমিতে চারা রোপণ শেষ হয়েছে।

তিনি আরও বলেন—
“সরকারিভাবে ২৩৫০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেককে ৫ কেজি উফসী ধানের বীজ ও ২০ কেজি সার সরবরাহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন সম্ভব।”

ইউনিয়নভিত্তিক আবাদ পরিস্থিতি

চরতী ৬৯০ হেক্টর, খাগরিয়া ৭০, নলুয়া ৯৮০, কাঞ্চনা ৮৪০, আমিলাইষ ২৩০, এওচিয়া ৮৬৩, মাদার্শা ৫৩৪, ঢেমশা ২৪০, কেঁওচিয়া ৭১০, কালিয়াইশ ৪৫০, ধর্মপুর ৫২৫, বাজালিয়া ৪৩৫, পুরানগড় ১১৫০, ছদাহা ১১১৭, সাতকানিয়া সদর ৭৮০, সোনাকানিয়া ৮২৫ এবং পৌরসভা এলাকায় ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হচ্ছে।

আমন চাষের ধরন

আমন ধান রোপণের জন্য আষাঢ়-শ্রাবণ ও ভাদ্র মাসকে সবচেয়ে উপযুক্ত ধরা হয়। সাধারণত দুই পদ্ধতিতে আমন ধান চাষ হয়—

রোপা আমন: বীজতলায় চারা তৈরি করে মূল জমিতে রোপণ।

বোনা আমন: সরাসরি জমিতে বীজ ছিটিয়ে বপন।
এছাড়া বিল অঞ্চলে “বাওয়া আমন” নামে বিশেষ জাতও চাষ হয়।

কৃষকের আশা, ভরসা সবুজ মাঠে

স্থানীয় কৃষক মোজাম্মেল হক বলেন—
“আমাদের এলাকায় জমি দোআঁশ, আমন চাষের জন্য একেবারে উপযুক্ত। সরকার থেকে সার-বীজ সহায়তা পেয়েছি। আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে এ বছর প্রচুর ধান পাবো।”

মাঠে দাঁড়িয়ে দেখা যায়, সারি সারি কৃষক কোমর পানিতে নেমে রোপণ করছেন ধানের চারা। নারীরা পাশে বসে বিশ্রাম নিচ্ছেন, ছোট শিশুরা খেলে বেড়াচ্ছে ধানের ক্ষেতে। এই দৃশ্য যেন পুরো গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি।

সাতকানিয়ার কৃষকরা এ বছর রোপা আমনের ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন। সময়মতো বৃষ্টি, সরকারি প্রণোদনা এবং কৃষি বিভাগের তদারকি মিলিয়ে তারা আশা করছেন—আগামী মৌসুমে সোনালি ধানেই ভরে উঠবে সাতকানিয়ার ঘর-বাড়ি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর