মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

অসহায় মানুষের পাশে মানবিক সেবায় কাজ করছে আনজুমান মুফিদুল ইসলাম: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ শুটিং ক্লাবের সম্মেলন কক্ষে আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় আনজুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও আনজুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর সভাপতি জনাব হাসিব আজিজ বিপিএম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আনজুমান মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও মানবিক সেবামূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংস্থার বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন কনসালটেন্সি প্রতিষ্ঠানের বিল প্রদান এবং বিভিন্ন সাব-কমিটির সুপারিশ অনুমোদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ-সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরীসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর