বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

কক্সবাজারে পর্যটক নিরাপত্তায় অনন্য ভূমিকা রাখছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

জাহাঙ্গীর আলম
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৯

কক্সবাজার—শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের টানে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি ভ্রমণপিপাসু এখানে ভিড় করেন। এ বিশাল পর্যটক সমাগমকে নিরাপদ, আনন্দদায়ক ও সুশৃঙ্খল রাখতে নিরলসভাবে কাজ করছেন কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

গত জুলাই থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযান ও উদ্যোগ শুধু পুলিশের পেশাদারিত্ব নয়, মানবিকতারও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মাসিক কল্যাণ সভায় বার্তা: “পেশাদারিত্ব ও সহানুভূতি জরুরি”

জুলাই মাসে কক্সবাজার পর্যটন পুলিশের মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
“পেশাগত দক্ষতা ও কাজের পরিবেশ উন্নয়ন আমাদের জন্য অপরিহার্য। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে।”

সভায় তিনি দায়িত্ববোধ, সতর্কতা ও মানবিক আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

হিমছড়ি সাগরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

গত জুলাইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী হিমছড়ি সৈকতে ডুবে গেলে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ নিজে উদ্ধার অভিযানে তত্ত্বাবধান করেন। ফায়ার সার্ভিস, পর্যটন পুলিশ ও লাইফগার্ডদের সমন্বয়ে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি অভিযান চালানো হয়।

তিনি বলেন, “উদ্ধার অভিযান চলাকালীন সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় বজায় রাখা হয়েছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।”

এ ঘটনায় তাঁর মানবিক উপস্থিতি ও নেতৃত্ব স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আস্থায় পরিণত হয়।

তরুণদের জন্য ক্রীড়া ও সংস্কৃতি

মাদক ও সহিংসতা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ক্রীড়া প্রসারে জোর দিচ্ছেন। জুলাই মাসে কক্সবাজারে Beach Tchoukball ক্রীড়া প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি বলেন, “ক্রীড়া শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য অপরিহার্য। এটি তরুণদের সঠিক পথে রাখতে সহায়ক ভূমিকা রাখে।”

একইসঙ্গে কক্সবাজারের সৃজনশীল তরুণদের পাশে থেকেছেন তিনি। স্থানীয় ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের নিয়ে আয়োজিত ‘Creators of Cox’ মিটআপে অংশ নিয়ে তিনি ভবিষ্যৎ সহযোগিতা ও উৎসাহ প্রদানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর