বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

সাতকানিয়ার কেরানীহাট বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

সাতকানিয়া প্রতিনিধি
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৫৩

সাতকানিয়ার কেরানীহাট বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এই নবগঠিত কমিটি অনুমোদন প্রদান করে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আল্লামা শায়েখ আব্দুল হাই নদভী। সহ-সভাপতি পদে রয়েছেন আলহাজ্ব মোঃ নেজাম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মুসা কোম্পানি, মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক এহসানুল মাওলা, মোহাম্মদ নুরুন্নবী, মাস্টার জয়নাল আবেদীন ও আব্দুস ছবুর।

অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন এনামুল হক। তথ্য ও প্রচার সম্পাদক করা হয়েছে সাংবাদিক শহীদুল ইসলাম বাবরকে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোরশেদুল আলম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন এবং সহ-কোষাধ্যক্ষ সাহেব মিয়া।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন আহমদ সৈয়দ, আহমদ কবির, নুরুল কবির, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ সোলেমান বাবুল ও আবুল বাশার।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর