বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীর ওপর হামলা

নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬৮

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র রেদোয়ান আফ্রিদী (২৩)-এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের পেছনের গেটে এ হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রেদোয়ান আফ্রিদী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব। তার সমর্থকদের অভিযোগ, কলেজ হোস্টেলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিবাদ করার জের ধরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে একা পেয়ে বেধড়ক মারধর করেছে।

কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের মুখ্য সংগঠক সুজন মাহমুদ বলেন, “এক মাস আগে কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে ঝামেলা হয়। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন করেছিলেন। ওই অনশনের নেতৃত্ব দেন আফ্রিদী। এর আগেও তার ওপর হামলার চেষ্টা হয়েছিল, তবে পুলিশ আসায় পরিস্থিতি শান্ত হয়। আজ তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতাকর্মীরা তাকে একা পেয়ে হামলা চালায়।”

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আফ্রিদীর মাথা ও বুকে আঘাত লেগেছে। সিটিস্ক্যান করানো হচ্ছে, রিপোর্ট হাতে এলে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অন্যদিকে এ ঘটনায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, “ঘটনায় জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ছাত্রদল কখনো সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির রাজনীতি সমর্থন করে না।”

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, “আমি হাসপাতালে অবস্থান করছি। বিষয়টি নিয়ে কথা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর