
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে প্রায় ৫০ লক্ষাধিক টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নগরীর ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে অবস্থিত সোনিয়ার মায়ের কলোনীর রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে অভিযান পরিচালনা করেন। এসময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে আটক করা হয়।
অভিযানে জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে—
১,৪৫০ কৌটা যৌন উত্তেজক বড়ি (Saffron Love Forever, Elite Corporation উৎপাদিত) – আনুমানিক মূল্য ৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।
১,২০০ প্যাকেট সবুজ রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Forever Natural Drinking Powder) – আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৮ হাজার টাকা।
৬০০ প্যাকেট নীল রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Corporation উৎপাদিত) – আনুমানিক মূল্য ১৩ লাখ ৭৪ হাজার টাকা।
সব মিলিয়ে উদ্ধারকৃত অবৈধ ও ভেজাল ওষুধের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করেছে পুলিশ।