বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন : “অভয়াশ্রম গড়ে তুলে, দেশি মাছে দেশ ভরি”

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪৪

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অভয়াশ্রম গড়ে তুলে, দেশি মাছে দেশ ভরি”

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি, উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দীন। প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল আলম ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।

এছাড়া আলোচনায় অংশ নেন শিক্ষক আজম খান, জাহেদুল ইসলাম, সাদেকুল মাওলা ও ফরিদ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, “মাছে ভাতে বাঙালি”—এ প্রবাদ কেবল সাংস্কৃতিক পরিচয়ের নয়, বরং মাছ আমাদের পুষ্টি, অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম ভরসা। খাদ্য নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা আরও বলেন, সরকারের ঘোষিত প্রতিপাদ্য বাস্তবায়নে প্রতিটি পরিবার ও উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। পরিত্যক্ত পুকুর, দিঘী ও খাল পুনঃখনন, উন্নতমানের পোনা সরবরাহ বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করলেই এ খাত আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি জলাশয় রক্ষায় সমাজের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ইয়াব মাহবুব মুছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

শেষে অতিথিরা উপজেলার সফল তিন মৎস্য চাষী—জহিরুল কবির, ফরিদ আহমদ ও মো. রেজাউল বাহারকে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর