মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৩

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মহাপরিচালক বলেন, অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের আলোকে দেখা গেছে, অভিযুক্ত কর্মকর্তারা তাদের নিজ নামে বা নিকট আত্মীয়দের নামে বৈধ উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৭ নং বিধি অনুযায়ী তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিলের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান

দুদক যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে তাদের মধ্যে রয়েছেন—কর অঞ্চল-৩ এর কর কমিশনার এম এম ফজলুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সাহেলা সিদ্দিক,অতিরিক্ত কর কমিশনার মো. মামুন মিয়া, ভ্যাট গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হাসান তারিক রিকাবদার,যুগ্ম কর কমিশনার মোনালিসা সাহরিন সুস্মিতা, কর একাডেমির যুগ্ম কর কমিশনার মো. মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, কর অঞ্চল-১৬ এর উপকর কমিশনার মো. শিহাবুল ইসলাম, ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, রেলওয়ে কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পূর্বাঞ্চলের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু, এনবিআরের যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, এনবিআরের সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, এনবিআরের সদস্য মো. লুৎফুল আজিম, এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম।

অভিযোগের ধরন

অভিযোগ অনুযায়ী, এসব কর্মকর্তা কর ও শুল্ক আদায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিতেন। এর ফলে সরকার প্রতিবছর বিপুল রাজস্ব হারাচ্ছে। আবার কর ফেরতের প্রক্রিয়ায়ও অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনেক সময় কর ফেরত দেওয়ার ক্ষেত্রে বাড়তি অর্থ দাবি করতেন। একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করার অভিযোগও পাওয়া গেছে।

গাজীপুর কেলেঙ্কারিতে এজাহার

এছাড়া দুদকের আরেক অনুসন্ধানে গাজীপুর সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ অন্তত ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মো. আশিকুর রহমান নামে দুদকের এক সহকারী পরিচালক বাদী হয়ে রাজধানীর দুদক প্রধান কার্যালয়ে এজাহার দায়ের করেন।

এনবিআরের সাম্প্রতিক সংকট

গত ১২ মে সরকার এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা জুন পর্যন্ত কয়েক দফায় আন্দোলন করে। তবে সরকারের আশ্বাস ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর