
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত চান্দগাঁও শাখার হিফয মাদরাসায় ২০২৫ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (তারিখ) সকাল থেকে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিএম মফিজুর রহমান আল-আজহারী এবং সরকারি মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মুমিনুল হক।
এছাড়া অনুষ্ঠানে অত্র মাদরাসার শাখা প্রধান এইচ.এম আকরাম হোসাইন, এইচ.এম ফজলুল কাদের জাবেদ, এইচ.এম বেলাল হোসাইন, মাও. মো. শহিদুল্লাহ, মু. ইমরান হোসাইন, মাও. তারিকুল ইসলাম ও মাও. এনামুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৪ সেশনের ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের ‘মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সৃজনশীল বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সহকারী মু. ইসমাইল হোসাইন।