মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

মাদক কারবারে জড়িত পুলিশ সদস্য! লোহাগাড়ায় কনস্টেবল গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৭

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২ নম্বর ওয়ার্ডের আকরাম উল্লাহর ছেলে।

লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন জানান, ভোরে কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন মনিরুল। চেকপোস্টে পুলিশ তাকে থামার সংকেত দিলে তিনি সন্দেহজনক আচরণ করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক কনস্টেবলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর