বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

তারুণ্যের উৎসব, টাইফয়েড টিকা ও ডেঙ্গু দমন—চট্টগ্রামে জেলা উন্নয়ন সভায় একাধিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫০

চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গতকাল  (২০ আগস্ট ২০২৫) সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন খাতের উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তরুণদের সম্পৃক্ত রেখে বর্ষব্যাপী “তারুণ্যের উৎসব” কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়া প্রতিটি দপ্তরকে বার্ষিক কর্মপরিকল্পনা ক্যালেন্ডার আকারে তৈরি করে জেলা প্রশাসকের নিকট প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিবেচনায় নিয়ে মশা নিধনে স্প্রে কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় যুব উন্নয়ন, কৃষি, পল্লী উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্প, ইসলামিক ফাউন্ডেশন, স্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রতিটি দপ্তরকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় ঋণ আদায়, কৃষকদের মাঝে উন্নত বীজ সরবরাহ, মডেল মসজিদ নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিদ্যুৎ বিল পরিশোধ, ভোটার তালিকা হালনাগাদ, যৌন হয়রানি প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর