মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

মহেশখালীতে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী কক্সবাজার
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৮

মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ীর একটি দল মহেশখালী থানার ধলঘাটা ইউনিয়নের পানিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে স্থানীয় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি চারটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসময় ওই অস্ত্রের মালিক কুখ্যাত সন্ত্রাসী মো. ফারুক (৩১) কে আটক করা হয়। তিনি ধলঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানিরছড়া এলাকার বাসিন্দা মো. শাহাবুদ্দিনের ছেলে।

আটককৃত আসামি ও জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর