মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

পদুয়ায় হাঙর খালে বিলীন হওয়ার পথে ব্যস্ততম সংযোগ সড়ক

এরশাদ আলম, লোহাগাড়া
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পেঠান শাহের মাজার থেকে জঙ্গল পদুয়া সংযোগ সড়কের একটি অংশ হাঙর খালে বিলীন হওয়ার পথে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল-মাদরাসার শিক্ষার্থী, স্থানীয় কৃষকসহ প্রায় পাঁচ হাজার মানুষ।

সরজমিনে দেখা যায়, শাহেরপাড়া এলাকায় হাঙর খালের পাড় ঘেঁষে যাওয়া সড়কটির একটি অংশ ধসে পড়েছে। যেকোনো মুহূর্তে পুরো সড়কটি খালের পানিতে মিশে যেতে পারে। স্থানীয়রা জানান, দ্রুত সংস্কার না হলে পাহাড়ি ঢল ও খালের পানিতে প্লাবিত হয়ে যাবে আশপাশের হাজারো ঘরবাড়ি। নিঃস্ব হয়ে পড়বে বহু অসহায় পরিবার।

স্থানীয় বাসিন্দা আকতার হোসেন বলেন, “দিন যত যাচ্ছে, ভাঙনের অংশ ততই বাড়ছে। আমরা দীর্ঘদিন ধরে মেম্বার-চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাদের কাছে দাবি জানালেও শুধু আশ্বাস ছাড়া কিছুই পাইনি।”

পথচারী আবদুল মান্নান জানান, “আগে এই সড়কটি খালের পূর্ব দিকে ছিল। ধারাবাহিক ভাঙনের কারণে ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে সরতে এখন খালের কিনারায় এসে দাঁড়িয়েছে। এখন সংস্কার করা না হলে পাশের বাড়িঘরও বিলীন হয়ে যাবে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী ইফরাদ বিন মুনির বলেন, “সড়কটির বিষয়টি আমাদের নজরে এসেছে। আপাতত বরাদ্দ নেই, তবে ভাঙন অংশটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

স্থানীয়রা জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর