মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

জুলাই যোদ্ধাদের স্মৃতিতে চট্টগ্রামে এক্সিবিশন ও লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪২

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ও জুলাই এক্সিবিশনের পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জুলাই ঐক্য এবং পুনাবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ও পুনাবের উপদেষ্টা জাবেদ আরফাত,
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম,
শহীদ ওয়াসিম আকরামের সম্মানিত পিতা,
শহীদ ফয়াসাল আহমেদ শান্তর সম্মানিত মা,
শহীদ ইশমামের সম্মানিত বড় ভাই।

অনুষ্ঠানে বক্তারা জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা এবং এক্সিবিশনের মতো উদ্যোগকে সময়োপযোগী ও প্রেরণাদায়ক বলে অভিহিত করেন।

দুই ইভেন্টে শীর্ষ পাঁচজনসহ মোট ১০ জনকে পুরস্কৃত করা হয় এবং অন্য সব অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জুলাই ঐক্য চট্টগ্রামের অন্যতম সংগঠক ও জুলাই যোদ্ধা আবরার হাসান রিয়াদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর