মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৭

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নগরীর ঝাউতলা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। প্রথমে বিদ্যালয় চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়, পরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম. আবু বক্কর রাজু। তিনি বক্তব্যে বলেন, “গাছ কেবল ফলমূল ও কাঠ দেয় না, এটি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। দেশনায়ক তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমরা পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ এবং আগামীর সবুজ বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন সবসময় দেশ ও জনগণের পাশে থেকেছে। আগামীতেও স্বেচ্ছাসেবক দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন সোহাগ ও মো. হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহনেওয়াজ, এস. এম সাব্বির, আজিজ আজম, মো. জুয়েল, নজরুল ইসলাম বাবু, আক্তারুজ্জামান বাবু, নুর মোহাম্মদ, নিরব পাটোয়ারী, সদস্য শাহাবুদ্দিন, আনোয়ার হোসেন আনু, মো. রিয়াজ, আশরাফ উদ্দিন শুক্কুর, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আহ্বায়ক ফয়সাল আহমেদ বাপ্পি, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রানা, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের সদস্য সচিব জিয়া উদ্দিন রনিসহ খুলশী থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর