বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

জুলাই স্পিরিট হবে সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার : মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪৯

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “জুলাই স্পিরিট হবে সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার। ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পলায়নের পর হাসিনা সৃষ্ট ফ্যাসিবাদের দালালি সাংস্কৃতিক শেকড় উপড়ে ফেলে বাংলাদেশি সংস্কৃতির নব-অভ্যুদ্বয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আগামী প্রজন্মকে সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে হবে।”

শনিবার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব স্মৃতি হলে শিশু-কিশোরদের চোখে জুলাই ২৪ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, “জুলাই বিপ্লব আমাদের গণতান্ত্রিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে এই চেতনায় গড়ে তুলতে হবে, যাতে তারা একটি উন্নত ও মানবিক রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। সঞ্চালনা করেন সরোজ আহমেদ। এতে বক্তব্য রাখেন দ্য ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন ও ওয়াহিদ জামান প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী সংগ্রামী ও দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। সবশেষে মেয়র শিক্ষার্থীদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে সনদ ও উপহার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর