
ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই নতুন বাড়ি এলাকাভিত্তিক অরাজনৈতিক ও উন্নয়নমূলক সামাজিক সংগঠন “নতুন বাড়ি ওয়েলফেয়ার সোসাইটি”-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ আগস্ট (শনিবার) সন্ধ্যায় পটিয়া ফ্যামিলি কিচেন রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি ও তরুণ উদ্যোক্তা মুহাম্মদ শাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক কাজী মো. শওকতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেকের উদ্বোধক ছিলেন হযরত শাহ্ মাহছুম আউলিয়া (রহ.) ওরস পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক কাজী মো. লোকমান আঙ্গুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়াই নতুন বাড়ি জামে মসজিদের সভাপতি ও দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক হাজী মো. জাগির হোসেন। প্রধান বক্তা ছিলেন কচুয়াই ফাউন্ডেশন ও প্যারাডাইস গ্রুপের সভাপতি, সমাজসেবক ও ব্যাংকার মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক এডভোকেট মো. মহিউদ্দীন মুহিন এবং চক্রশালা মাতঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সাগর চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজসেবক মো. রাশেদুল হক ফারুকী, নুরুল আবছার, মো. মুনর্সেফ আলী, মাওলানা আবু হুরাইরা আল-কাদেরী, এস. এম. শাহনেওয়াজ, মো. এনামুল হক, নুরুল আমিন, আশিকুর রহমান আশিক, আসাদুজ্জামান তাকাব, সাজিদ হোসেন মিশু, ওমর ফারুক, সাজ্জাদ হোসেন, কাজী শহীদুজ্জামান তুষারসহ অনেকে।
বক্তারা বলেন, “সুন্দর সমাজ গঠনে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। যুব সমাজকে কল্যাণমুখী কাজে সম্পৃক্ত করতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
অনুষ্ঠান শেষে অতিথি ও সংগঠনের উপদেষ্টা এবং সকল সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।