
সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাঁশখালীয়ানদের উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রিয়াদের একটি অভিজাত রেস্টুরেন্টে বাঁশখালী প্রবাসী অর্গানাইজেশনের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ কবির সিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান। মিলনমেলার সার্বিক সহযোগিতা ও স্পন্সর হিসেবে ছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির রিয়াদ প্রতিনিধি ফারুক আহাম্মেদ (চাঁন)। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, তালুকদার হারুনুর রশিদ, মোহাম্মদ ফরিদ, সোহেল মোহাম্মদ মাহাবু, আবু বক্কর সিদ্দিক, সাঈদুল ইসলাম, মহিউদ্দিন উদ্দীন (মুহিদ), মোহাম্মদ ফায়সাল, আহমদ হোসাইন, মোহাম্মদ ফারুক চৌধুরীসহ অনেকে।
বক্তারা বলেন, “এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী বাঁশখালীয়ানদের কল্যাণে কাজ করে আসছে। ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
তারা আরও বলেন, “দেশ থেকে দূরে থাকলেও বাঁশখালীর টানে, প্রাণের টানে আমরা একত্রিত হয়েছি। বন্ধুত্বের বন্ধনে সিক্ত হয়ে এই মিলনমেলা প্রবাসীদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা এবং আড্ডার মধ্য দিয়ে প্রবাসীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। শিশু-কিশোরদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, কবিতা ও নাচে মাতোয়ারা হয়ে ওঠে প্রবাসীদের এই মিলনমেলা।
শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে যাতে প্রবাসী বাঁশখালীয়ানরা একে অপরের পাশে থাকতে পারেন এবং ভবিষ্যতে বাঁশখালীর উন্নয়নে প্রবাসীরা আরও বেশি ভূমিকা রাখতে পারেন।
সৌদি আরবে কর্মব্যস্ত জীবনের ফাঁকে এ ধরনের আয়োজন প্রবাসীদের জন্য প্রাণের খোরাক হয়ে ওঠে। বিদেশের মাটিতে নিজ এলাকার মানুষদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ তাদের একদিকে যেমন মনকে চাঙ্গা করে তোলে, অন্যদিকে দেশের প্রতি টান আরও দৃঢ় করে।