মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

“জনগণের সেবকের ভূমিকায় থাকবে স্বেচ্ছাসেবক দল” — জমির উদ্দিন নাহিদ

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৪৬

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেছেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হামলা-মামলা, গুম-খুন উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতির জন্য সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছায় সেবকের ভূমিকা পালন করবে স্বেচ্ছাসেবক দল।”

গত সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ এলাকার একটি হোটেলে ৪২নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ৪২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল হোসেন, জাবেদ শাফায়াত সুবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব নুরুল কবির পলাশ, যুগ্ম আহ্বায়ক আব্বুর দাবির, ফরহাদ আজাদ, আতিকুর রহমান আরিফ এবং খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ আজম।

এছাড়া ৪২নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন পাপ্পু বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাঈন উদ্দিন।

সভায় ৪২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর