মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

লোহাগাড়ায় পেশাদার নারী চোর গ্রেফতার, নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭২

চট্টগ্রামের লোহাগাড়ায় পেশাদার নারী চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট ২০২৫ কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি লোহাগাড়া থানাধীন আমিরাবাদ স্টেশন এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ভিখারীর বেশে আসা এক ব্যক্তি তার সঙ্গে থাকা এক মহিলাকে উস্কানিমূলক কথা বললে সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনার এক পর্যায়ে পেশাদার নারী চোর তসলিমা আক্তার সুকৌশলে রাফির কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার (২ জোড়া কানের দুল ও একটি আংটি) চুরি করে পালিয়ে যায়।

পরবর্তীতে ২৫ আগস্ট ভুক্তভোগী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে সাতকানিয়া থানার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে তসলিমা আক্তারকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তসলিমার বাসা থেকে নগদ ৪,৫১,০০০ টাকা এবং ৩ ভরি ১১ আনা ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে— ৫টি আংটি, ২টি চেইন, ৪ জোড়া কানের দুল ও ২টি নাকফুল। এর মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নিজের বলে শনাক্ত করেছেন।

গ্রেফতার তসলিমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর