
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম চালিয়ে অনধিকার প্রবেশের চেষ্টা করা তিনজনকে আটক করেছে।
বুধবার (২৭ আগস্ট) দিনভর বন্দরের বিভিন্ন প্রবেশ গেট ও জেটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
২৭ আগস্ট রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বন্দর গেইট-১ এ নিরাপত্তা সদস্যরা একটি গাড়ির নিচ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় মো. আবুল খায়ের (পিতা: মো. হানিফ, গ্রাম: গোপালপুর, থানা: সেনবাগ, জেলা: নোয়াখালী) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি মালামাল চুরির উদ্দেশ্যে বন্দর এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে তাকে বন্দর থানায় সোপর্দ করা হয়।
একই দিন সকাল ৮টা ৩৫ মিনিটে বন্দরের ১১ নম্বর জেটি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় নিরাপত্তা সদস্যরা মো. মাহফুজ শেখ (পিতা: টুকু শেখ, গ্রাম: শেখ বাড়ি, থানা: মাকসুদপুর, জেলা: গোপালগঞ্জ) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, বিদেশগামী জাহাজে অনধিকার প্রবেশ করে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বন্দরে প্রবেশ করেছিলেন। আটককালে তার কাছ থেকে নিম্নলিখিত জিনিসপত্র উদ্ধার করা হয়ঃ ১. পাসপোর্ট – ১টি
২. জাতীয় পরিচয়পত্র – ১টি
৩. চিড়া ও পানি ভর্তি একটি ব্যাগ।
পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় সোপর্দ করা হয়।
একই দিন দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে জিসিবি-০২ গেইটে অন্য একজনের প্রবেশ পাস ব্যবহার করে কাভার্ড ভ্যানের গেইট পাস সংগ্রহের সময় নিরাপত্তা সদস্যরা মেহেদি হাসান লাবলু (পিতা: মো. রফিকুল ইসলাম, গ্রাম: মহামুনি পাড়া, থানা: মানিকছড়ি, জেলা: খাগড়াছড়ি) কে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মৃত মামা শফিকুল ইসলাম এর পুরোনো প্রবেশ পাস ব্যবহার করেছিলেন। আটককৃত ব্যক্তিকেও পরবর্তীতে বন্দর থানায় সোপর্দ করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর নিরাপত্তা ব্যবস্থায় অনধিকার প্রবেশ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং নিয়মিত গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।