
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন পতিত সরকারের সাবেক এমপি আবু রেজা নদভীর ঘনিষ্ঠ সহযোগী এবং টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির অনুসারী হিসেবে পরিচিত এনামুল হক।
গত বৃহস্পতিবার সাবেক সভাপতি আবুল কালামের মৃত্যুজনিত কারণে শূন্যপদে তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। এনামুল হকের বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে যেখানে তাঁকে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা মন্তব্য।
অভিযোগ ও বিরোধিতা
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা জসিম উদ্দিন বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, এনামুল হক আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এমনকি নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মে যুক্ত ছিলেন।
অভিযোগকারী জসিম উদ্দিন বলেন—“এ বিদ্যালয়ের সভাপতি পদে এনামুল হককে বসানো মানে শিক্ষাঙ্গনে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা। স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় কিছু কুচক্রী মহলের যোগসাজশে এই কমিটি গঠন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছি।”
অভিযুক্তের প্রতিক্রিয়া
তবে অভিযুক্ত সভাপতি এনামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন— “আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমি কখনো নিরীহ মানুষের ক্ষতি করিনি। বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।”
শিক্ষা বোর্ডের অবস্থান
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের বলেন—“এ সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে দেখা হবে। যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় প্রতিক্রিয়া
এ ঘটনার পর পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে বিভক্তি সৃষ্টি হয়েছে। অনেকে বিদ্যালয়ের স্বচ্ছ পরিবেশ ও নিরপেক্ষ পরিচালনা কমিটির দাবি জানাচ্ছেন। অন্যদিকে এনামুল হকের অনুসারীরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে ষড়যন্ত্র করে হেয় করার চেষ্টা করছে।