বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

রংপুর প্রেসক্লাবে নথিপত্র উদ্ধারের নামে হয়রানি: সমাজসেবা কার্যালয়ের বিরুদ্ধে অভিযোগ

রংপুর প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪০

রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী’র বাড়িতে নথিপত্র উদ্ধারের নামে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট কার্যকর করার অভিযোগ উঠেছে সমাজসেবা কার্যালয়ের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে যে, এসব কার্যক্রম প্রেসক্লাবের স্বতন্ত্র কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং প্রশাসনের অকারণে প্রেসক্লাবের স্বাভাবিক চলাচল আটকে দিচ্ছে।

নগরীর সেন্ট্রাল কনভেনশন হলে প্রেসক্লাবের মামলা পরিচালনাকারী আইনজীবি জোবাইদুল ইসলাম ও মোকছেদ বাহলুল জানান, চলতি বছরের শুরুতে সমাজসেবা কার্যালয় প্রেসক্লাবের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে অবৈধভাবে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এরপর প্রশাসকের নিয়ন্ত্রণাধীন অবৈধভাবে সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রমের বিরুদ্ধে প্রেসক্লাবের কমিটি মামলা দায়ের করে।

আইনজীবিরা আরও জানান, আদালত ওই কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করলে সমাজসেবা কার্যালয় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন করে। এতে দীর্ঘ ৮ মাস ধরে প্রেসক্লাবের নথিপত্রসহ সমস্ত কার্যক্রম প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন, ঘটনার অনুসন্ধান চলছে এবং আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

প্রেসক্লাব মামলার আইনজীবি জোবাইদুল ইসলাম ও মোকছেদ বাহলুল বলেন, “প্রেসক্লাবের স্বতন্ত্রতা রক্ষার জন্য আদালতের নির্দেশ সত্ত্বেও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা অগ্রহণযোগ্য। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধান করবে।”

ঘটনার পর থেকে সাংবাদিক ও সচেতন মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, স্বাধীন সাংবাদিকতার চলাচল বাধাগ্রস্ত করার মতো কোনো প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা উচিত নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর