মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫৫

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। বন্দর পরিচালনার ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে সর্বমোট ৫,০১৯ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এর মধ্যে আমদানি কনটেইনার ২,১০১ টিইইউস এবং রপ্তানি কনটেইনার ২,৯১৮ টিইইউস।

দায়িত্ব নেয়ার পরই গতি বেড়েছে

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড গত ৭ জুলাই থেকে এনসিটি-২, ৩, ৪ ও ৫ নং বার্থের অপারেটরের দায়িত্ব নেয়। দায়িত্ব নেয়ার পর থেকেই টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি মাসে (১ আগস্ট থেকে ২৮ আগস্ট) এনসিটিতে সিডিডিএলের পরিচালনায় সর্বমোট ১,০৯,২১৭ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড়ে ৩,৯০৩ টিইইউস, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশেরও বেশি।

তুলনামূলক সাফল্য

সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, ৭ জুলাই দায়িত্ব নেয়ার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে সিডিডিএল মোট ১,৭৪,৯৩১ টিইইউস কনটেইনার হ্যান্ডল করেছে। অথচ এর আগের অপারেটরের দায়িত্বে একই সময়ে (১৯ মে থেকে ৬ জুলাই) হ্যান্ডল হয়েছিল মাত্র ১,১৯,২৭৬ টিইইউস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব নেয়ার পর ৪৯ দিনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৬.৬৬ শতাংশ।

মাইলফলক অর্জন

সিডিডিএলের কর্মকর্তারা জানান, জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেড এবং গেটে দক্ষ জনবল নিয়োগ ও কার্যকর ব্যবস্থাপনার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। এতে কেবল বন্দরের কার্যক্রমই ত্বরান্বিত হয়নি, বরং ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তিও অনেকটা কমেছে।

অর্থনীতিতে ইতিবাচক প্রভাব

বিশেষজ্ঞরা মনে করছেন, বন্দরে অধিক কনটেইনার হ্যান্ডলিং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে। এর ফলে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও রেকর্ড হ্যান্ডলিং বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বাড়াবে।

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং নিঃসন্দেহে ভবিষ্যৎ অপারেটরদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর