মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

বার্তা টুডে আন্তর্জাতিক ডেস্ক
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৭

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, “ইরান পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের জন্য যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত।”

পশ্চিমাদের নতুন পদক্ষেপ

এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ২০১৫ সালের চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের মূল নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করছে।

রুবিও বলেন, এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা দুর্বল করবে না, বরং ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চাপ বাড়াবে।

ইরানের প্রতি মার্কিন আহ্বান

তিনি ইরানি নেতাদের উদ্দেশে আহ্বান জানান, দেশটি যেন দ্রুত পদক্ষেপ নেয় যাতে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। একইসঙ্গে শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।

নতুন উত্তেজনার আশঙ্কা

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের এই নতুন নিষেধাজ্ঞা ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি হওয়ার ঝুঁকি বাড়ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর