
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযানে এক হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মদ পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।
রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাড়া বাজারসংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে একটি নোহা মাইক্রোবাস (রেজিঃ চট্ট মেট্রো-চ- ৫১-০৫৬৯) তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাঙ্গুনিয়া থানার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ জব্বার হোসেন (২৯) এবং কক্সবাজার সদর থানার ঝিলংঝা ইউনিয়নের মৃত এহসানুল হকের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৪)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মদ ও জব্দ করা গাড়িসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।