
আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ৩০ আগষ্ট (শনিবার) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, “সরকার নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন হবে। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না।” তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির সূত্রে জানা গেছে, রোডম্যাপে ভোটকেন্দ্র নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, প্রার্থী মনোনয়ন জমা ও যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ, প্রচারণার সময়সূচি এবং নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত বিস্তারিত পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও স্পষ্ট সময়সীমা ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও আস্থা অর্জন করাই হবে প্রধান শর্ত।