
চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বটতলী মোটর স্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কায়ছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন সাগর, প্রচার-প্রকাশনা সম্পাদক এম এইচ রাব্বি, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত এবং সদস্য রায়হান সিকদার, সাত্তার সিকদার, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াহাব, মোছাদ্দেক হোসেন, ফাহাদ চৌধুরী ও মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
সভায় ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এজেন্ডাভিত্তিক আলোচনায় সদস্যরা মতামত দেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনায় উঠে আসে—
বিগত সময়ের কার্যক্রম মূল্যায়ন,
আর্থিক প্রতিবেদন উপস্থাপন,
ভবিষ্যৎ পরিকল্পনা,
সদস্যদের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মসূচি,
পেশাগত মানোন্নয়ন বিষয়ক কার্যক্রম।
সভায় সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের গতিশীলতা ও সদস্যদের সক্রিয়তা আরও বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা, সংগঠনের অবকাঠামো উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে।
সভা শেষে প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, “প্রেসক্লাব একটি পেশাদার ও গণতান্ত্রিক সংগঠন। সকল সদস্যদের ঐক্য ও সক্রিয়তা আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের কারণেই সভা সফল হয়েছে।”