
গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ব্যবস্থা সংস্কারসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৩০ আগস্ট) বিকেলে বাদামতল মাসুমা কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাম্মদ হাসান আলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জুবাইর আরিফ, সাইদুর রহমান, তৈয়ব আলী, আনাস মাহমুদ, ওবায়দুল হাসান ইমন, সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ। এছাড়া চট্টগ্রাম মহানগর ও চন্দনাইশ উপজেলা এনসিপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় যোগ দেন।
সভায় বক্তারা বলেন, চন্দনাইশের আগামী দিনের রাজনীতি ও নেতৃত্বের পথ নির্দেশ করবে এখানকার জনগণ। এ অঞ্চলে বিদ্যমান ট্যুরিস্ট স্পট, অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) এবং প্রযুক্তি খাতের মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তরুণ ও প্রবীণ প্রজন্মের প্রশ্ন ও মতামত নিয়েই নতুন দিগন্তের সূচনা করতে চায় এনসিপি।
তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় নাগরিক পার্টির হাত ধরেই চন্দনাইশসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার জনগণের জীবনমান উন্নত হবে।