মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

৭০ টাকার বেশি নিলে ব্যবস্থা: বর্জ্য ফি নিয়ে কঠোর অবস্থানে চসিক মেয়র

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৪

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় বাসা থেকে বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান ৭০ টাকার বেশি আদায় করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, নির্ধারিত হারের বাইরে টাকা আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

৩১ আগষ্ট (রোববার) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগ আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ নির্দেশনা দেন।

সভায় মেয়র বলেন, “নগরবাসীর জন্য সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। তাই নির্ধারিত নিয়ম ভঙ্গ করে বাড়তি টাকা নেয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের কাছ থেকে বর্জ্য অপসারণে নির্ধারিত ৭০ টাকার বেশি নিলে তা অসাধুতা হিসেবে গণ্য হবে। নগরবাসীর স্বার্থে আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না।”

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর