মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

পটিয়ায় জুয়া খেলার আসরে পুলিশের হানা, ৭ জুয়াড়ি গ্রেপ্তার

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। রবিবার (৩১ আগস্ট ) রাত ১০.৩০ টার সময় উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ইব্রাহিম এর দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার মোঃ সাজ্জাদ(২০), পিতা-মোঃ ইব্রাহিম, আঃ আজিজ(৪২), পিতা- আবু সৈয়দ, মোঃ আনিছ(২৮), পিতা-ওবায়দুল হক , মোঃ ফরিদ(৪২), পিতা-মৃত কবির আহম্মদ, মোঃ জোবায়রুল ইসলাম(৩২), পিতা-মোঃ সৈয়দ হোসেন, মোঃ কামাল উদ্দিন(২৬), পিতা-মোঃ আঃ হাকিম, মোঃ আব্দুল হামিদ(২৭), পিতা-মোঃ আবু তাহের।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামানের নির্দেশনায় থানার এসআই(নিঃ)মোঃ আব্দুল হান্নান ও এসআই(নিঃ)অনিক ভক্ত সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ইব্রাহিম এর দোকানে অভিযান চালানো হয়।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুয়াড়িকে আটক করা হয়‌।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পটিয়া যে কোন এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর