
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। রবিবার (৩১ আগস্ট ) রাত ১০.৩০ টার সময় উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ইব্রাহিম এর দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার মোঃ সাজ্জাদ(২০), পিতা-মোঃ ইব্রাহিম, আঃ আজিজ(৪২), পিতা- আবু সৈয়দ, মোঃ আনিছ(২৮), পিতা-ওবায়দুল হক , মোঃ ফরিদ(৪২), পিতা-মৃত কবির আহম্মদ, মোঃ জোবায়রুল ইসলাম(৩২), পিতা-মোঃ সৈয়দ হোসেন, মোঃ কামাল উদ্দিন(২৬), পিতা-মোঃ আঃ হাকিম, মোঃ আব্দুল হামিদ(২৭), পিতা-মোঃ আবু তাহের।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামানের নির্দেশনায় থানার এসআই(নিঃ)মোঃ আব্দুল হান্নান ও এসআই(নিঃ)অনিক ভক্ত সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ইব্রাহিম এর দোকানে অভিযান চালানো হয়।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুয়াড়িকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পটিয়া যে কোন এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।