বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

ওষুধ ও সেবায় অনিয়ম : সাতকানিয়ায় একাধিক ফার্মেসি ও ফিজিওথেরাপি সেন্টারকে জরিমানা

মিজানুর রহমান রুবেল, চট্টগ্রাম সাতকানিয়া
  • বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক ফার্মেসি ও ফিজিওথেরাপি সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। অভিযানে ৪টি ফার্মেসিকে ঔষধ ও কসমেটিকস আইন–২০২৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩টি ফিজিওথেরাপি সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর আওতায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদনবিহীন কসমেটিকস এবং ফ্রিজে সংরক্ষিত ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ পরীক্ষা করা হয়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।”

এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর