মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

চবিতে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ : পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

চবি প্রতিনিধি
  • বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) এসআই রুপন। তিনি জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে একটি বিশেষ টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান হোসেন (৩৫), হাসান (২২), রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) এবং মো. দিদারুল আলম (৪৬)।

প্রসঙ্গত, গত শনিবার রাতে চবির ২ নম্বর গেটে এক শিক্ষার্থীকে ভাড়া বাসার দারোয়ানের চড় মারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের বহুজন আহত হন। পরবর্তীতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) আবদুর রহিম বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। মামলায় ৯৮ জনকে নাম উল্লেখ করে এবং আরও প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আপনি চাইলে আমি এই প্রতিবেদনটিকে আরও বিশ্লেষণধর্মী করে ছাত্র রাজনীতি, স্থানীয় প্রভাব এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দিকগুলোও যুক্ত করে সাজিয়ে দিতে পারি। কি সেটি চান?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর