বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

দেশের ক্রিকেটে আরও কাজ করতে চান বুলবুল, লড়বেন বিসিবির নির্বাচনে

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২

মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার সময় লম্বা সময় বোর্ডে থাকার কোনো পরিকল্পনা ছিল না তার। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলেছেন তিনি। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে বুলবুল সাংবাদিকদের বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।” এ সময় তিনি স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধার খোঁজখবরও নেন।

আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বুলবুল জানান, “অক্টোবরের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ নির্বাচন করব আমরা। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়। প্রথম লক্ষ্য সেখানে অংশ নেওয়া এবং থাকার চেষ্টা করা।”

আইসিসিতে দীর্ঘ সময় কাজ করার পর বিসিবির সঙ্গে যুক্ত হন বুলবুল। শুরুতে সাময়িক সময়ের জন্য দায়িত্ব নিলেও বোর্ডে কয়েক মাস কাজ করার অভিজ্ঞতায় তার মানসিকতা পরিবর্তন হয়েছে। এ কারণে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে গত ২৮ আগস্ট তিনি বলেছিলেন, “আমার ব্যক্তিগত যে ইচ্ছা… আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়েছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল (আইসিসিতে)। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর