মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

মহেশখালীতে ফুটপাথ দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর পদক্ষেপ

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮

উপজেলা প্রশাসনের উদ্যোগে বড় মহেশখালী নতুনবাজার এলাকায় অবৈধভাবে দখলকৃত ফুটপাথ উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে স্থানীয়দের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ্। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

মোবাইল কোর্টে অবৈধভাবে ফুটপাথ দখল ও বাজারের শৃঙ্খলা নষ্ট করার দায়ে মোট ০৯ জনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১৮,০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ব্যবসায়ীদের অবৈধভাবে ফুটপাথ দখল থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, শুধু ফুটপাথ দখল নয়—মহেশখালীর গুরুত্বপূর্ণ বাজারগুলোর সরকারি জমি দখলমুক্ত করতেও প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর